পরম করুনাময় আল্লাহর নামে শুরু করিতেছি। আমরা জানি যে মহান আল্লাহতালা নারী পুরুষ উভয়ের জ্ঞান অর্জন করা ফরজ করছেন। আমার বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন ১১ নম্বর তেতুলিয়া ইউনিয়নে অবস্থিত তাই আমি ইতিমধ্যেই আমার বাবার নামে ছমিরউদ্দিন সরকার বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৯৫ সালের স্থাপন করি এবং মায়ের নামে হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করি তারই পরিপ্রেক্ষিতে বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমার গ্রামের নামে বৈকুণ্ঠপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি ২০০৩ সালে স্থাপন করি । প্রতিষ্ঠানটি প্রত...
View More
বৈকুণ্ঠপুর বি এম কলেজ প্রতিষ্ঠাতা প্রফেসর মো:আব্দুল মান্নান সরকার,সাবেক এমপি মো: আখতারুজ্জামান মিয়া ভাই ২০০৩ সালে কলেজটি ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কলেজটি ২০০৪ সালে পাঠদানের অনুমতি লাভ করে। আমি ২০০৫ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। ২০১০ সালে ৬ই মে আওয়ামী লীগ সরকারের আমলে কলেজটি এমপি ভুক্ত ঘোষণা হয়। কোন কারণ ছাড়াই কলেজটির এমপিও ভুক্ত বন্ধ ঘোষণা করা হয়। ২০১১ সালে হাইকোর্টে মামলা করি তারই ফলশ্রুতিতে ২০১৩ সালে কলেজটি পক্ষের রায় আসে। ২০১৩ সালে হাইকোর্টের রায়ের বিপক্ষে সরকারপক্ষ আপিল করেন সুপ্রি...
View More
Class | Male Student | Female Student | Total |
---|---|---|---|
Eleven | 50 | 55 | 105 |
Twelve | 40 | 45 | 85 |